ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ নূর আলম (গোপালপুর) টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর ও ছাত্র- ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা এবং দেশাত্ববোধক সঙ্গীত এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ (১৫ ডিসেম্বর) শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিযোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
বিচারকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক, গোপালপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বনমালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন ঝর্ণা, শাজাহানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা রুমি, আরো উপস্থিত ছিলেন অন্যান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগীবৃন্দ।