ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ মাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তি সংগ্রামের রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন দেশের মুক্তিকামী মানুষেরা। যুদ্ধক্ষেত্রে জীবন উৎস্বর্গ করেছেন/শহীদ হয়েছেন এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে ঠাঁই করতে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ দপ্তর গাইবান্ধার কেন্দ্রীয় বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার প্রথম প্রহরে গাইবান্ধা জেলা প্রাণি সম্পদ দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. মাহফুজার রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত ও ভেটেরিনারি সার্জন ডা.মো. আনোয়ার হাসানসহ অফিসের কর্মচারীবৃন্দ।
এক বিশেষ বিবৃতিতে ডা.মো. মাহফুজার রহমান বলেন, "প্রায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের অহংকার। এই দিনে সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি।"
এ সময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত বলেন, "স্বাধীন সার্বভৌমত্ব যাদের কারণে পেয়েছি তাদের কখনও ভোলার নয়। দেশের স্বাধীনতা অর্জনে যারা জীবন দিয়েছেন আজকের এই দিনে তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি।"