ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ মানিকগঞ্জের সিঙ্গাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পঞ্জলী অর্পন করে দেশের সূর্য সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মোবারক হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাইটিভির বাদল হোসাইন, সদস্য সচিব দৈনিক আজকের পত্রিকার সুজন মোল্লা, সদস্য পৃথিবী প্রতিদিন সম্পাদক এফএম ফজলুল হক, বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, ৭১ বাংলা টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, দৈনিক আলোকিত সকালের অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম, জেটিভির আ: গফুর, অনলাইন নিউজ পোর্টাল জনশক্তির প্রকাশক জসিম উদ্দিন সরকার, তরুনকণ্ঠের মাহমুদুল হাসান, দৈনিক আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক অধিকারের মিলন মাহমুদ, দৈনিক ভোরের বাণীর মো. মামুন হোসাইন, দৈনিক ইনফো বাংলার রুহুল আমীন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান ও দৈনিক প্রলয়ের আমিনুর রহমান।
এছাড়াও পুস্পাঞ্জলী অর্পন অনুষ্ঠানে আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা, আইপি টিভি মুভি বাংলার ছানোয়ার হোসেন ও দৈনিক শ্যাম বাজার পত্রিকার সম্পাদক আলী হোসেন উপস্থিত ছিলেন।