ছবিঃ চ্যানেল ১১ নিউজ
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবেশে পাচারের সময় ১৪০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরসরাই থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি চলাকালে ইয়াবা জব্দের ঘটনা ঘটে।সাইফুল ইসলাম ফেনী জেলার পরশুরাম থানার চিতলীয় ইউনিয়নের উত্তর শ্রীপুরা এলাকার পিন্টু মিয়ার ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাইফুল নামে এক যাত্রীকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।