ছবিঃ চ্যানেল ১১ নিউজ
উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে জিআর পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে মহালছড়ি থানা পুলিশ। ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ মামুন মিয়া মহালছড়ির পাকিজ্যাছড়ি গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত রাত সাড়ে ১১ টার দিকে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর নির্দেশনায় এ.এস.আই(নিঃ)স্বপন আলী, এ.এস.আই (নি:) লিটন কান্তি দেবনাথ, সঙ্গীয় ফোর্স সহ মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা কালীন সময়ে ওয়ারেন্টভূক্ত ব্যাক্তিকে পাকিজ্যাছড়ি গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ।
তিনি আরো জানান আসামি শ্রীপুর- ৮২(৫)১৯ এর জিআর -৪৪৩/১৯, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর জি.আর পরোয়ানাভুক্ত আসামী। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।