ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ আবু বক্কর সরকার ও গোপালপুরের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও বহনকারী একটি মাইক্রোবাস চালকসহ আটক করেছে র্যাব-১৪ (সিপিসি-৩) এর সদস্যরা।
বুধবার সন্ধ্যা ৭টায় গোপালপুর মেইন রোডের আমতলা থেকে জব্দকৃত অস্ত্র তালিকায় রয়েছে ১টি রামদা, ৫টি চায়নিজ তলোয়ার, ১৪টি বল্লম, ৯টি ষ্টিলের পাইপ।
এঘটনায় চালকসহ অজ্ঞাতনামাদের আসামি করে, র্যাব-১৪ এর এসআই(সঃ) মোঃ আব্দুল মান্নান বাদী হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, মোবাইল কোর্ট চলাকালে রেজিঃ নং ঢাকা মেট্রো চ-১১-৭৩৮২ নোহা গাড়িকে থামার জন্য সংকেত দিলে, গাড়ি থেকে নেমে অজ্ঞাত ২/৩জন দৌড়ে পালিয়ে যায়। এসময় গাড়ির চালক গোপালপুর পৌর শহরের ভূঞারচক মহল্লার মোঃ লোকমান হোসেনের পুত্র মোঃ মনির (২৫)কে আটক করে র্যাব সদস্যরা।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, এঘটনায় র্যাব বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেছে।