ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ
জামালপুরের সেরা করদাতা মাদারগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা গোলাম মওলা সোহেল।
বুধবার সকাল ১০ টায় ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে অ্যাডভোকেসি সভা মিলনায়তনে অতিথিদের কাছ থেকে জামালপুরের সেরা করদাতা'র সম্মাননাপত্র গ্রহণ করেন তিনি। ২০২২- ২০২৩ কর বছরে জামালপুর জেলার প্রথম সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় মির্জা গোলাম মওলা সোহেল কে এ সম্মানা প্রদান করা হয়।
এ সময় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ ময়মনসিংহ বিভাগের পুরুস্কার প্রাপ্ত আয়কর দাতাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে তিনি বিভাগীয় পর্যায় থেকে জামালপুরের মধ্যে ইতোপূর্বে ২য় সহ ৬ষ্ঠ বারের মত প্রথম সর্বোচ্চ সেরা করদাতা'র পুরস্কার গ্রহণ করেন তিনি।