ছবিঃ চ্যানেল ১১ নিউজ
হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
সুষ্ঠ, সুন্দর, সুশৃঙ্খল এবং উৎসব মুখর পরিবেশে ২০২৪ সালের সারা দেশে শিক্ষার্থীদের বছরের নতুন বই বিতরণ উপলক্ষে সারা দেশের ন্যায় জামালপুরে মেলান্দহ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “বই উৎসব” পালন করা হয়েছে।
১ জানুয়ারি রবিবার সকাল ১১:টায় মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -মেলান্দহ পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার (চ. দা.) মোহাম্মদ আলী চকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহন তালুকদার, রফিকুল ইসলাম সভাপতি এস. এম. সি. মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিন বই পেয়ে খুশি হয়েছেন শিক্ষার্থীরা, তেমনী খুশি সকল অভিভাবকরা। সকলে নতুন বই পেয়ে আনন্দিত হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলায় এ বছর প্রায় সাড়ে চার লক্ষ বই বিনা-মূল্যে বিতরণ করা হয়েছে।