ছবিঃ চ্যানেল ১১ নিউজ
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) এর সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪জানুয়ারি) বিকেলে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী বাজার ও রাতে ৬নং ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক ভুট্টোর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে সাবেদ উর রহমান সুমু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন
উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুন উদ্দিন, আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সহ নেতাকর্মীরা সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তার ধারাবাহিকতা রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়া উচিত।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের জন্য একজন স্মার্ট প্রতিনিধি। কিছু স্বতন্ত্র প্রার্থী নিজেকে শেখ হাসিনার প্রার্থী দাবী করছে অথচ তারা বিদ্রোহী প্রার্থী। নৌকা সমর্থিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল একমাত্র আওয়ামী লীগের প্রার্থী। আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে সবাইকে বিজয় উৎসবে সামিল হওয়ার জন্য অনুরোধ রইলো।