ছবিঃ চ্যানেল ১১ নিউজ
ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী বাসষ্ট্যান্ডে মুরগির ডিম বাজার থেকে চল্লিশ টাকা হালি কিনে এনে শুধু মাত্র একটু গরম পানিতে সিদ্ধ করেই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ।
পথচারীরা প্রতিটি সিদ্ধ ডিম পনের টাকা হিসেব করে খাওয়ার পর বিক্রেতারা ডিমপ্রতি আদায় করছেন বিশ টাকা। এতে শীতের সময় সিদ্ধ ডিম খাওয়ার ইচ্ছা থাকলেও অস্বাভাবিক মূল্যের জন্য মানুষ বঞ্চিত হচ্ছে । সন্ধ্যায় বাসষ্ট্যান্ডের সব কয়েকটি দোকান ঘুরে একই চিত্র দেখা গেছে ।
অথচ ধনবাড়ীর অন্যান্য এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে রাস্তার ধারে বা টং ঘরে চা বা পিঠার দোকানে সিদ্ধ ডিম ১৫ টাকা পিচ বা ৬০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে । দশ টাকার ডিম সিদ্ধ করে ১৫ টাকা বিক্রি করলেও চার/পাঁচ টাকা লাভ হয় । সারাদিন একশত ডিম বিক্রি করলেই চার/পাঁচ শত টাকা পকেটে উঠে যায় স্বাভাবিক। কিন্তু দশ টাকার ডিম সিদ্ধ করলেই বিশ টাকা বা ৮০ টাকা হালি বিক্রি করাটা অন্যায় । এ বিষয়ে ধনবাড়ী বাসষ্ট্যান্ডে পথচারীরা অসন্তোষ প্রকাশ করেছেন । বিষয়টা তুচ্ছ মনে হলেও অন্যায়টা বড় যা আমলে আনা দরকার বলে মনে করেন অনেকেই ।