ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রাফি চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম সীতাকুণ্ডের বিভিন্ন ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন কমনওয়েলথ প্রতিনিধি দলের দুই সদস্য টেরি ডেল ও সব্যসাচী ব্যানার্জী।
আজ ৭ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় ভোট কেন্দ্র পরিদর্শনকালে তারা ভোটারদের সাথে কথা বলেছেন। সীতাকুণ্ড বালিকা বিদ্যালয় পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে বলা হলে তাঁরা অপারগতা প্রকাশ করেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরিয়ে ঘুরিয়ে দেখান এবং ভোট কেন্দ্রে ভোট দান প্রদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন কমনওয়েলথ প্রতিনিধি দল।
তবে ভোটারদের উপস্থিতি বিষয়ে তাঁরা কোন মন্তব্য করেননি।