ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বোরহান উদ্দিন রাব্বানী,নান্দাইল প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৯ (নান্দাইল) সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম।
তিনি বিজয়ী প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮২,৩৭১ ভোট। পরাজিত প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩১০০ ভোট ।
নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়ন একটি পৌরসভার ১২৬ ওয়ার্ডের ১২১ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।সহকারী প্রিজাইডিং অফিসার অরুণ কৃষ্ণ পাল রাত সাড়ে ৯টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।