ছবিঃ চ্যানেল ১১ নিউজ
জেনিফ, নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে বুধবার (১০ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমনিুল ইসলাম শাহানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটনের সঞ্চালনায় এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, বাবু রাশ মোহন সাহা, স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইয়া ফারুক সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।