ছবিঃ চ্যানেল ১১ নিউজ
জেনিফ, নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভা এলাকায় সড়ক পথে সকল প্রকার চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএসপিএস অব:)।
শুধুমাত্র নান্দাইল পৌরসভার নির্ধারিত ১০ টাকা টোল আদায় চালু থাকবে। সড়ক পথে চাঁদা আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। তিনি বলেন, নির্বাচনের পূর্বে অটো রিক্সা, সিএনজি চালকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কথা দিয়েছিলাম নির্বাচিত হতে পারলে এই চাঁদা বন্ধ হবে। আমাদের নির্বাচনের ওয়াদা রক্ষাকল্পে আজ মঙ্গলবার থেকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।