ছবিঃ চ্যানেল ১১ নিউজ
এম বাদল খন্দকার, বি বাড়িয়া
গত ৭ জানুয়ারী রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের নির্বাচন নিয়ে ধোয়াশা যেন থামছেইনা।
এ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী পাশ করেন।
অপরদিকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও নির্বাচনের দিন দুপুরেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেন। পরে লাইভে এসে এর কারণ বলতে গিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্র দখল করে ওরা প্রকাশ্যে নৌকা প্রতীকে সীল মেরেছে। কোনো কোনো জায়গায় আমার লোকদেরকে অসম্মানী করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে কি খেলাটাইনা খেললো সংশ্লিষ্টরা। আমরা নির্বাচন কমিশনকে বিশ্বাস করেছিলাম কিন্তু সেই বিশ্বাস কমিশন ধরে রাখতে পারেনি। আমাদেরকে কোথাও দাড়াতে দেওয়া হয়নি। অনেক কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে সীল মারা সহ জাল ভোটের মহোৎসব করেছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েও পাইনি।
তাই নির্বাচন কমিশনের কাছে এ আসনের নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে ফিরোজুর রহমান ওলিওর প্রধান নির্বাচনী এজেন্ট তার ছেলে শেখ ওমর ফারুক লিখিত অভিযোগে বলেন, প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের দলীয় নেতাকর্মীরা জোরপূর্বক কেন্দ্র দখল করে তার এজেন্টদেরকে বের করে ব্যালটে নৌকা প্রতীকে সীল মেরে বাক্স ভর্তি করেছেন।
এছাড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও সহযোগিতা পাননি মর্মে অভিযোগ জানান ।