ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জের তেঘরিয়া বাজারস্থ মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রবর্তন করা হলো- প্রয়াত মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার চালু করা হলো।
প্রথমবারের মতো এই পুরস্কারের জন্য নির্বাচিত হলেন- কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং নাট্যজন আসাদুল্লাহ ফারাজী । দেশের বিশিষ্ট কবি, সাংবাদিক এবং বঙ্গবন্ধু গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং বিশিষ্ট নাট্যজন আসাদুল্লাহ ফারাজী পাচ্ছেন নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার ২০২৪ । মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্র, মাদারগঞ্জ, জামালপুর চলতি বছর থেকে প্রয়াত গীতিকার নজরুল ইসলাম বাবু স্মরণে এই পুরস্কার প্রবর্তণ করতে যাচ্ছে ।
একুশে পদকপ্রাপ্ত প্রয়াত গীতিকার নজরুল ইসলাম বাবু মাদারগঞ্জের চর নগর গ্রামে তার মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন । এবার তাঁর নামানুসারে মাদারগঞ্জের ‘মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্র’ থেকে এই পুরস্কার ঘোষণা করা হলো । যাঁরা জাতীয় পর্যায়ে শিল্প সাহিত্য সংস্কৃতিতে অবদান রাখবেন প্রতি বছর তাদের মধ্য থেকে নির্বাচিতদের এই সন্মানে ভূষিত করা হ’বে ।
এবার ২০২৪ সালে নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার এর জন্য নির্বাচিত করা হলো কবি ও গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং বিশিষ্ট নাট্যজন আসাদুল্লাহ ফারাজী’কে ।
উল্লেখ্য, প্রথম বারের মতো পুরস্কার প্রাপ্ত সাইফুল্লাহ মাহমুদ দুলাল মূলত কবি হলেও বর্তমান সাহিত্যের সব শাখায় তাঁর অবদান অনস্বীকার্য । বঙ্গবন্ধুকে নিয়ে লেখালেখির জন্য তৎকালীন জোট সরকারের কোপানলে পড়ে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি হারিয়ে দেশান্তরি হ’তে হয়। তাঁর বঙ্গবন্ধু বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- ‘সাহিত্যের শুভ্র কাফনে শেখ মুজিব’, বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধু’কে নিয়ে কবিতা, শিল্প-সাহিত্যে শেখ মুজিব, ইনডেমনিটি অধ্যাদেশ : মুজিব হত্যা মামলা, কানাডায় খুনি নূর চৌধুরী, বঙ্গবন্ধু প্রাইমারী স্কুল : লন্ডন, বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু সমগ্র ইত্যাদি। বিশেষ করে বঙ্গবন্ধুর উপর তাঁর দীর্ঘ দিনের গবেষণা কর্মের মূল্যায়ন এবং স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার ঘোষণা দেয়া হলো ।
বিশিষ্ট নাট্যজন আসাদুল্লাহ ফারাজী জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় শহীদ সমর থিয়েটারের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন । তিনি একাধারে নাটকের নির্দেশক, অভিনেতা ও সংগঠক । বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্বাহী সদস্য, সাংগঠনিক সম্পাদক, ও চলমান কমিটির সভাপতি মন্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন ।
নাটক রচনায় সিদ্ধহস্ত আসাদুল্লাহ ফারাজী ‘ভুলকরে’ নাটক মঞ্চায়নের মাধ্যমে সূচনা করে বীরাঙ্গনা বিমলারা, রাইক্ষসের ক্ষিদা, বারতপুরের ক্যাচাল, রাধার বিবর্ণ অধ্যায়, যৌতুক, সোহাগী বাঈদানীর ঘাট, জুতা আবিস্কার, আব্রু প্রভৃতি নাটক রচনা করেছেন, তার রচিত বিখ্যাত নাটক ‘সী-মোরগ’ ঢাকাস্থ বাংলাদেশ থিয়েটার কর্তৃক ৩০০তম মঞ্চস্থ হয়েছে ।
ফেব্রুয়ারী মাসে আনুষ্ঠানিক ভাবে নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার প্রদান করা হ’বে ।
সকলের সার্বিক সহযোগিতা আমাদের চলার পথে পাথেয় হবে বলে ফেসবুক পোস্টে উল্লেখ্য করেছেন মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক মোঃ ওবায়দুর রহমান বেলাল।