ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় বালিজুড়ী বাজারে কাউন্সিলর এর অফিস প্রাঙ্গণে পরিবারের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান সাগর এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সদস্য কাউসার আহমেদ মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনবান্ধবনেতা রায়হান রহমতুল্লাহ রিমু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কী, ওয়ার্ড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবা আলী, মাদারগঞ্জ শহর যুবলীগ’র প্রচার সম্পাদক আবু রায়হান সহ ওয়ার্ড় যুবলীগের সভাপতি বাদশা মিয়া, ছাত্রনেতা সালমান সিমান্ত সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন ।