ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল, এসিল্যান্ড আমেনা খাতুন, মডেল থানার ওসি মাহমুদুল হাসান, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু, বদরুল আলম সরদার, মোস্তাফিজুর রহমান, সুজা মিঞা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি সচিবগন ও উদ্যোক্তাবৃন্দ।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে কেউ হয়রানি যাতে না হয় এ জন্য নির্দিষ্ট ফি নিয়ে কাজ সম্পন্ন করার আহবান জানানো হয় ইউপি সচিব ও উদ্যোক্তাদের।