ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ
জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলায় ৪৫তম বিজ্ঞান মেলা,৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও অনুর্ধ্ব ১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি আয়োজন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সহকারী কমিশনার ভূমি আমেনা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি ও ইমামুর রশিদ বাবুল বিএসসি প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।আয়োজনে উপজেলা প্রশাসন মাদারগঞ্জ। উক্ত প্রস্তুুতিমুলক সভা সফল করতে কয়েকটি উপ কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।