ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রাজশাহীর দূর্গাপুর মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ৩ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সকল সাংবাদিক বৃন্দকে নিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন, আনন্দ ভ্রমণ ,নতুন সদস্য নেয়া ও বিবিধ বিষয়ের পাশাপাশি সাংবাদিকদের কিভাবে কাজ করতে হবে তা নিয়ে সার্বিক আলোচনা করেন সভাপতি।
এ সময় প্রেসক্লাব সভাপতি জীবন আলী সবুজ (কোরবান)বলেন, আমাদের এই দূর্গাপুর মডেল প্রেসক্লাব সাংবাদিকদের প্রাণের সংগঠন আর এই সংগঠনটিকে অনেক ভাবেই হেনস্থা করার চেষ্টা করে আসছে একটি চক্র। তাই আমাদের সকলের একত্রিত হয়ে কাজ করতে হবে।সেই সাথে মডেল প্রেসক্লাব কে কিভাবে সামনের দিকে এগিয়ে নেয়া যায় তা নিয়ে সকলের সাথে মতবিনিময় করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন দূর্গাপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন পন্টি, সাংবাদিক সেলিম ইসলাম, সোহানুর রহমান সোহান,মুক্তার মাহবুব, মেহেদী হাসান মিলন, শিহাবুল হাসান সম্রাট,মোঃ শাহিনুর রহমান আকাশ, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রকিবুল ইসলাম,জহুরুল ইসলাম, সুমন প্রমূখ।