ছবিঃ চ্যানেল ১১ নিউজ
জামালপুরের বকশীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে (বকশীগঞ্জ/ দেওয়ানগঞ্জ) ডিবি-২ এর সাঁড়াশি অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ৬ ফেব্রুয়ারি ( মঙ্গলবার) সন্ধ্যায় ডিবি-২ এর অভিযানে বকশীগঞ্জ পৌরসভার পুরাতন গরুহাটি নামাপাড়া এলাকা থেকে ০.১ গ্রাম হিরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আবু তালেব (৪৬), পিতা মৃত আলেক মিয়া কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
একই উপজেলার পৃথক আরেকটি অভিযানে একই সময়ে সন্ধ্যা ৭ টায় বকশীগঞ্জ পৌরসভাধীন উত্তর বাজার থেকে মাদক কারবারি মোঃ জাহিদুল ইসলাম (৩৮), পিতাঃ মৃত ফতে আলম কে ০.৫ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে। উক্ত ঘটনার ব্যাপারে ডিবি-২ এর ওসি মোঃ সোহেল রানা আমাদের জানান, বকশীগঞ্জ উপজেলা থেকে পৃথক দুইটি অভিযানে ২ জন মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম অভিযানে ডিবির চৌকস টিম এস.আই মিজানুর রহমান এবং দ্বিতীয় অভিযানে এস.আই আবু রায়হানের নেতৃত্বে সুকৌশলে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।