ছবিঃ চ্যানেল ১১ নিউজ
ময়মনসিংহের নান্দাইলে ১নং বীরবেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বীরকামট খালী উত্তর বাজার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বীরবেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নুর খান শাহরিয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুইয়ার সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম লাভলু, অবিভক্ত বেতাগৈর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মেহেদী হোসেন আনোয়ার, বীরবেতাগৈর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন জীবন, ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন, ওলিউল্লাহ, আজিজুল হক, সাইদুল ইসলাম, রকিব রব্বানী রাহাদসহ বীরবেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় আগামী ১১ ফেব্রুয়ারি জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রুপার আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।