গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন নির্বাচনকে ঘিরে পুরো উপজেলা জুড়ে ভোটারদের সাথে মতবিনিময় করছেন প্রার্থীরা।এখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন প্রায় ডজন খানেক প্রার্থী। তবে নতুন মুখ হিসেবে মহসিন আলী মন্ডলের জনপ্রিয়তা আকাশচুম্বী।
মহসিন সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল ( মন্ডলপাড়া) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোলাম হোসেন মন্ডল।মহসিন ছোটবেলা থেকেই সমাজের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার এই কর্মের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।
সীচা বাজারের হালিম ব্যবসায়ী সাজু মিয়া জানান,আমার দোকানে সব লোকদের চলাচল। হালিম খেতে আসা মানুষ যখন নির্বাচন নিয়ে কথা বলে তখন শুনি মহসিন আলী মন্ডল কে নিয়ে। তারা আলোচনা করেন, তরুন উদীয়মান ব্যক্তিত্ব হিসেবে মহসিন আলী মন্ডল অনেক ভালো। এবার আমরা তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
কৃষক সৈয়দ আলী জানান, "হামরা ম্যালা দেখছি,এবার মহসিন ভাই কে ভোট দেমো, সে মানুষ হিসেবে ম্যালা ভালো বাহে"।
এক বিশেষ বিবৃতিতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন আলী মন্ডল জানান, মানুষের উপকার করা মাঝে আমি সুখ খুজে পাই। তাদের কল্যাণে কাজ করতে আমার ভালো লাগে। সুন্দরগঞ্জবাসীর ডাকে আমার ভোটে আসা। জনগণের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এমনটাই প্রত্যাশা।