"জয় পরাজয় বড় কথা নয় অংশগ্রহণই বড় কথা"এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় বিদ্যলয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আতাউর রহমান আবু তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদুর রহমান উজ্জল,যুব ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় সহকারী শিক্ষক মোহাম্মদ আলী। এ সময় শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া শেষে সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।