ছবিঃ চ্যানেল ১১ নিউজ
ময়মনসিংহের নান্দাইলে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় দলগত ডিসপ্লে। পরবর্তীতে একাত্তর এর মহান মুক্তিযুদ্ধের উপর জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। শেষে ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
রবিবার (১১ফেব্রুয়ারি) বেলা ১০টা থেকে সারাদিনব্যাপী উপজেলার বীরবেতাগৈর জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ওই স্কুলের ছাত্রীদের অংশগ্রহণে এ ক্রীড়া প্রতিযোগীতা চলে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মার্জিয়া রেবেকা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে রোববার বীরবেতাগৈর ইউনিয়নের জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী আফজাল খানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালামের জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা।
অনুষ্ঠানের প্রধান অতিথি নারী নেত্রী ওয়াহিদা হোসেন রুপা বলেন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহ্বান জানান। আরোও বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে তাহলেই ভাল ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, বীরবেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তামান্না আক্তার, উপজেলা আইসিটি অফিসার রাকিবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, বীরবেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসরাইল ভূইয়া হুমায়ুন, সাগর, খোকন, জেনিফ, শাকিল,জিম, নয়ন, রাফাতসহ প্রমুখ।