ছবিঃ চ্যানেল ১১ নিউজ
টাঙ্গাইলে গোপালপুরের নলিন বাজারে অবৈধ যাত্রাপালা ভেঙ্গে দিয়ে, ৩ নারীকে ১মাসের জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায়, ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সাজা প্রাপ্তরা হলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মুসলিমাবাদ গ্রামের বন্যা সরকার(২১), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা গ্রামের শারমিন আক্তার (১৯), গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার পিপিসা দাস (২২)
জানা যায়, স্থানীয় একটি চক্র ৫ জন নারীকে এনে অশ্লীল যাত্রাপালা বসায়।
এসময় এএসপি (গোপালপুর সার্কেল) মোঃ মোনাদির চৌধুরীসহ থানা পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কালে দুজন নারীসহ আয়োজকরা পালিয়ে যায়। বাকি ৩জনকে আটক করে ইউএনও ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ এর ৭(১) ধারা ক্ষমতা বলে সাজা প্রদান করে জেল হাজতে পাঠায়।