ছবিঃ চ্যানেল ১১ নিউজ
“আমাদের টাকা আমরাই দেখবো,ভবিষৎ জীবন উজ্জ্বল গড়বো, এই স্লোগানে আজ ১৬ই ফেব্রয়ারি শুক্রবার মহালছড়ি হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৭ম বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুরুতেই সদস্য উপস্থিতি ও নাম রেজিষ্ট্রেশন, আসন গ্রহণ, সভাপতি নির্বাচন, জাতীয় পতাকা ও সমবায় সমিতির পতাকা এবং ধর্মীয় পতাকা উত্তোলন, পবিত্র ত্রিপিটক পাঠ,পরলোকগত সদস্যদের উদ্দেশ্য শোক ও এক মিনিট নীরবতা পালন, ২০২২-২৩ অর্থ বৎসরের হিসাব – নিকাশ, অডিট রিপোর্ট, আয়-ব্যয় হিসাব পেশও লভ্যাংশ ঘোষণা, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ ও অনুমোদন,ভবিষ্যৎ উন্নয়ন উপস্থাপন ও অনুমোদন,মুক্ত আলোচনা এবং সর্বোচ্চ শেয়ার, সঞ্চয়,নিয়মিত ঋণ পরিশোধকারী ও উপস্থিত সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
পরে হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন কমিটি এবং উপস্থিত সকল সদস্য সম্মতিক্রমে ২৪ সদস্য কমিটি গঠন করা হয়। ব্যবস্হাপনায় ৬ সদস্য কমিটি গঠনঃ ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অনিল বিকাশ চাকমা ভাইস- চেয়ারম্যান, চাইহ্লাপ্র মারমা সেক্রেটারি, অংক্যচিং মারমা ট্রেজারার,সাথাউ মারমা ডিরেক্টর, নেইম্রাচিং চৌধুরী ডিরেক্টর।
ক্রেডিট ৩ সদস্য কমিটি গঠনঃ মংসানু মারমা চেয়ারম্যান, মংশি মারমা সেক্রেটারি, ম্রাচিংপ্র মারমা ডিরেক্টর।
অডিট সুপারভাইজারী ৩ সদস্য কমিটি গঠন অগ্রসার ভিক্ষু চেয়ারম্যান, সুইচিং মারমা সেক্রেটারি, ম্রাসাথোয়াই মারমা ডিরেক্টর এছাড়াও ১২ সদস্য কর্মী রয়েছে।
এমসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মংশি মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশীষ কুমার দাশ ডিরেক্টর’ জ’ অঞ্চল, (কালব)
এইচবিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের,কালব এর চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক ছাজেন অং মারমা, এমসিসিইউএল এর প্রতিষ্ঠা ও প্রধান নির্বাহী সুইচিংপ্র মারমা কেএমসিসিইউএল সেক্রেটারি সাচিং মারমা ও হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।
এসময় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু স্বাগত বক্তব্য বলেন হাঁটি হাঁটি পা পা করে আজ সমিতির বয়স ১৩ বছর ৮ মাস ১৩ দিন প্রথমে বলিপাড়া গ্রামে ৩ জুন ২০১০ ইং তারিখে প্রতিষ্ঠা করা হয় ১৪ জন সদস্য নিয়ে বর্তমানে সদস্য সংখ্যা ২৬৪০ জন এবং শিশু কিশোর সদস্য সংখ্যা ৭৭২ জন। ২০১০ সালের ১,৯২৮ টাকাকে আজ ১২,৪৬,৯০,২৪৯ (বারো কোটি ছেচল্লিশ লক্ষ নব্বই হাজার দুইশত উনপঞ্চাশ) টাকা জানুয়ারি ২০২৪ইং পর্যন্ত। সেটা সম্ভব হয়েছে আমাদের সকলেই প্রচেষ্টা ফলে। সঞ্চয় হোক দুর্দিনের বন্ধু, সঞ্চয় হোক দুর্দিনের সহায়। আসুন ক্রেডিট ইউনিয়নের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ব্যাক্তি, পরিবার, সমাজ ও সুখী সমৃদ্ধি দেশ গঠনের ঐক্যবদ্ধ হই।