ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মৃত ফরহাদ হোসেন এর পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করলেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বালিজুড়ী বাজারস্থ প্রবাসী কল্যাণ পরিষদের কার্যালয়ে নিহতের স্ত্রীসহ পরিবারবর্গের হাতে এ ১ লক্ষ চার হাজার টাকা চেক এর মাধ্যমে আর্থিক সহয়তা প্রদান করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ সহয়তার চেক বিতরণ করেন ও বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সভাপতি রকিবুল ইসলাম। সঞ্চালনায় সাধারণ সম্পাদক সাহিদ রানা। এ সময় ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক আব্দুল ওয়াহেদ, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা শাহ জাহান সিরাজ, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সুমন, উপ আন্তর্জাতিক সম্পাদক রবিন চৌধুরী সহ নির্বাহী কমিটি ও শাখা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারী বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন মাদারগঞ্জের মোমেনাবাদ কোমারপাড়ার বাহরাইন প্রবাসী ফরহাদ হোসেন। ঐ দেশ থেকে লাশ দেশে আনাসহ সর্বাত্মক সহযোগিতাসহ পরিবারের খোঁজ খবর নেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের নেতৃবৃন্দ।