ছবিঃ চ্যানেল ১১ নিউজ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা,সরকারি দপ্তর প্রধান, শিক্ষক,গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সাথে জনাব উম্মে সালমা তানজিয়া ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রশাসন ও জনপ্রতিনিধি সহ সকল স্তরের কর্মকর্তাদের দূর্নীতিমুক্ত থেকে সৎভাবে জনসাধারণ কে সেবা দেওয়ার আহবান জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া।
উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, মডেল থানার ওসি মাহমুদুল হাসান, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলফাজ উদ্দিন এনজিও প্রতিনিধি জাহিদ হাসান,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদ, কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কর্মজীবনের বর্ণনা ও মাদারগঞ্জের চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন এসিল্যান্ড আমেনা খাতুন। পরে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র একজনের মাঝে চেক বিতরণ করা হয়।