ছবিঃ চ্যানেল ১১ নিউজ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া,সাংস্কৃতিক,বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গল্পবলা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণ করে ৩ টি তে প্রথম স্থান অর্জন করে উপজেলার সরদার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিনিয়া জাফরিন জোহা। তিনটিতে বিজয়ী হওয়ায় পুরুস্কার প্রদান করেন শিক্ষা অফিসার নুরুল আমিনসহ অতিথিবৃন্দরা।
শিক্ষার্থী জোহা’র শ্রেণি রোল ২ এবং অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের। সে মাদারগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন এর মেয়ে। তার এ অর্জনে স্কুল কর্তৃপক্ষ সহ পরিবারের সকলেই আনন্দিত। আগামী দিনে প্রতিষ্ঠান তথা এলাকার মুখ উজ্জল করতে সকলের দোয়া কামনা করেছেন জিনিয়া জাফরিন জোহা’র বাবা মোঃ জুলহাস উদ্দিন।