ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হচ্ছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে গাইবান্ধার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা শ্রদ্ধা নিবেদন করেছে।
বুধবার ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে গাইবান্ধার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন জানান গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সবুজ মিয়া, সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, রাশেদুল ইসলাম, মনজুরুল ইসলাম,আরিফ হোসাইন, শিশির চন্দ্র দেবনাথ,উপ-সহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার গৌরবদীপ্ত আন্দোলনকে থামিয়ে দিতে রক্ত ঝরানোর নেশায় মেতেছিল বন্দুক হাতে মেতে উঠেছিল তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে নির্বিচারে চলে গুলি। একে একে শহীদ হন রফিক, শফিক, জব্বার, বরকত, শফিউদ্দীন, সালামসহ আরও অনেকে।