ছবিঃ চ্যানেল ১১ নিউজ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বঙ্গবন্ধু সরকারি কলেজের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
বঙ্গবন্ধু সরকারি কলেজ কর্তৃপক্ষ আজ সকালে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরী শেষে কলেজ প্রাঙ্গণ থেকে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন এবং সর্বশেষ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের কবিতা এবং বক্তৃতার আয়োজন করেন।
এর পর অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সাধীন উর রহমান রহমান বলেন ২১ শে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে একটি অমলিন দিন। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়।ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়।
প্রতিবছর একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর পালন করে থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।