ছবিঃ চ্যানেল ১১ নিউজ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে প্রভাতফেরি পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় মির্জা আজম কলেজ আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক স্টাফসহ অধ্যক্ষ এ কে এম মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ এ.কে.এম মুস্তাফিজুর রহমান মুক্তা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক,মোঃ মাজিজুল ইসলাম, অধ্যাপক মোঃ মিজানুর ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, সন্তোষ কুমার রাজভর প্রমূখ। এ সময় শিক্ষক স্টাফ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।