জামালপুরের মাদারগঞ্জে পরীক্ষার্থীকে নকল সরবরাহের দায়ে এক মাদ্রাসার নৈশপ্রহরীকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান ম্যাজিষ্টেট।
রবিবার মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীদের ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিল। প্রায় দেড়ঘন্টা অতিবাহিত হওয়ার পর কে.এন.পুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী মোশারফ হোসেন পরীক্ষার হলে এক পরীক্ষার্থীকে নকল দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। পরে পুলিশ হেফাজতে রেখে মোবাইল কোর্টের মাধ্যমে ঐ নৈশপ্রহরীকে ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত।
এ সময় কেন্দ্র সচিব অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী, হল সুপার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ বদিউজ্জামান তালুকদার, উপজেলা প্রশাসন থেকে দায়িত্বরত খায়রুল বাসার সহ পুলিশ সদস্য এবং স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন