সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার অন্তর্ভুক্ত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় এর প্রথম সমাবর্তনকে সামনে রেখে চলছে ব্যাপক আয়োজন।
আগামী শনিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে শৃৃৃৃঙ্খলা রক্ষায় থাকবে রোভার স্কাউটস ও রেঞ্জারের সদস্যরা। বুধবার তাদের নিয়ে আলোচনা বসেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ হোসেন রেজা।
উপাচার্য বলেন, দেশে কখনো এতো বড় সমাবর্তন হয়নি। তাই এখানে কি কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা অজানা। তাই যে কোন পরিস্থিতি মোকাবিলায় তাদের নিজেদের প্রস্তুত রাখতে বলেছেন তিনি। মিটিং শেষে তিনি রোভার স্কাউটস ও রেঞ্জারদের বিশ্ববিদ্যালয়ের মাঠ পরিদর্শন করতে পাঠিয়েছিলেন যাতে তাদের দায়িত্ব পালন করার সময় কোন কিছু ভুল না হয় বা যে কোন পরিস্থিতি সহজে মোকাবেলা করা যায়।
১ম সমাবর্তন উপলক্ষে চীফ গেষ্ট হিসেবে উপস্থিত থাকবেন, মাননীয় প্রতিমন্ত্রী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) জনাব জুনাইদ আহ্মেদ পলক এমপি। এছাড়া সাংস্কৃতি অনুষ্ঠান,গান, দর্শন, সুর এবং জনবহুল সরাসরি পরিবেশনার জন্য বাংলাদেশী রক ব্যান্ড "শিরোনামহীন" উপস্থিত থাকবে।
সমাবর্তনের গাউন, হ্যাটসহ অন্যান্য উপহার সামগ্রী ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের গাউন ও উপহার সামগ্রী স্ব-স্ব বিভাগ থেকে ৬,৭ ও ৮ মার্চ অফিস চলাকালীন সময় (সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) বিতরণ করা হবে।
এছাড়া সমাবর্তনে অংশগ্রহণকারীদের বহনের জন্য পাবনা থেকে শাহজাদপুর, উল্লাপাড়া,হাটিকুমরুল ও সিরাজগঞ্জ শহর পর্যন্ত একটানা বাস থাকবে বলে জানান উপাচার্য।