ঝিনাইগাতী উপজেলার শালচুড়াতে “আমার সিদ্ধান্ত আমার অধিকার বাল্যবিয়ে রুখবো এবার” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচি (সেলপ) আয়োজনে স্বপ্ন সারথি দলের ২৪ জন সদস্য নিয়ে ৯ম মাসের সেশন অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচির (সেলপ) উপজেলা অফিসার হোসনে আরা পারভিন।
সভায় বিবাহের ক্ষেত্রে মেয়ের ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছর শর্তাহীনভাবে রাখা বাঞ্চনীয়। পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সামাজিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের আন্তরিকতা ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রান্তিক অঞ্চলে আরো জণসচেতনতা তৈরির উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিবাহের প্রবনতা লক্ষ করা যায় প্রতিনিয়ত। তাই বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
উল্লেখ্য, বাল্য বিয়ে বন্ধ, বাল্যবিয়ে ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের সচেতনতা, সহিংসতামুক্ত, জেন্ডার সংবেদনশীল ও সহমর্মিতাপূর্ণ দাম্পত্য সম্পর্ক স্থাপনে উৎসাহিত করার মাধ্যমে দম্পতিদের ক্ষমতায়িত করা ও মীমাংসিত বিরোধের টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ( সেলপ) কাজ করে যাচ্ছে।