খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৩ নং ক্যায়াংঘাট ইউনিয়নের রাঙ্গাপানি ছড়া গ্রামের যুব ছদক স্পোর্টিং ক্লাব এর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিবন্ধন সনদ প্রদান ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ শনিবার যুব ছদক স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা দিপায়ন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি যুব উন্নয়নের উপ পরিচালক বিপেন্টু চাকমা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা তৃপ্তি কর চাকমা, মৎস্য প্রশিক্ষক সীমা রানি সরকার, মাইসছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রুপেন্টু দেওয়ান, ক্যায়াংঘাট ইউপি সদস্য জীবন বিকাশ তালুকদারসহ রাঙ্গাপানি ছড়া গ্রামের যুবক/যুবতী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতি দিপায়ন চাকমা বলেন, যুব ছদক স্পোর্টিং ক্লাবটি ১ জানুয়ারী ২০১৫ সালে স্থাপিত হয়েছে। নিবন্ধন প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন ক্লাবটি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সম্পূর্ণ অরাজনৈতিক । ক্লাবটি স্থাপিত হওয়ার পর থেকেই সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা ও মানবতার জন্য কাজ করে চলেছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
ক্যায়াংঘাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জীবন বিকাশ তালুকদার বলেন একটি অরাজনৈতিক সমাজ কল্যাণ ও সেবামুলক সামাজিক সংগঠন। যুব ছদক স্পোর্টিং ক্লাবটি হাটি হাটি পা পা করে ৯ বছর পুর্ণ করলো। এই ক্লাবটি নিবন্ধন পেয়েছে শুনে আমরা খুবই খুশি হয়েছি। ক্লাবের পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ। তিনি যুব সমাজকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার এবং কেউ যেনো খারাপ কাজে জড়িত হতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
ক্লাবটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন জীবন বিকাশ তালুকদার ,বিমল কান্তি চাকমা, নতুন জীবন চাকমা, দয়ামোহন চাকমা ও চিত্র বিকাশ চাকমা। কার্যনির্বাহী কমিটির সভাপতি দিপায়ন চাকমা , সহ সভাপতি নিপুল চাকমা, সাধারণ সম্পাদক রিকু চাকমা, অর্থ সম্পাদক প্রিতন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক সমাপ্তি চাকমা, ক্রীড়া সম্পাদক বিটন চাকমা।