শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দারিয়ার পাড় গ্রামের দুই বর্গাচাষী আজাহার আলী ও মালেকের ৪০ শতাংশ জমির রূপান্তরিত চিচিঙ্গা গাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।
আজাহার ও মালেক জানান, গত ৯ মার্চ রাতের অন্ধকারে কে বা কাহারা তাদের চিচিঙ্গা গাছ কেটে ফেলেছে। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
তারা বলেন, "আমাদের দু'জনেরই বসতভিটা ছাড়া এক শতাংশ জমি ও নেই। দু'জনেই পাঁচ হাজার টাকা করে দিয়ে এক সিজনের জন্য বর্গা নিয়েছি। ঋণ করে টাকা নিয়ে খরচ করেছি। এখানে দুজনের প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার চিচিঙ্গা বিক্রয় করা যেতো। পাঁচ মাস মাথার ঘাম পায় ফেলে গাছ বড় করেছি।"
এ বিষয়ে ঝিনাইগাতী থানা ও উপজেলা কৃষি অফিসে অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, "বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"