জামালপুরের বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হল। দুই হেভি ওয়েট আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে জয়ের মালা ছিনিয়ে নিলেন ফখরুজ্জামান মতিন। বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মোঃ ফকরুজ্জামান মতিন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৯ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩৫ হাজার ৫১৮ জন। ৪ জন মেয়র প্রার্থী, ২৬ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত আসনে ১০জন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনকালীন সময়ে সামান্য দুই এক জায়গা ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠভাবে নির্বাচন সমাপ্ত হয়। এবারের নির্বাচন ইভিএম এর মাধ্যমে হওয়ায় ভোটাররা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এতে ভোট দিতে ধীরগতি দেখা যায়। নির্বাচন শেষে রাত সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
মেয়র পদে বেসরকারিভাবে ফখরুজ্জামান মতিন ৮৫৪২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার মোবাইল প্রতীকে পেয়েছেন ৭৫৪৩ ভোট ও সাবেক পৌর মেয়র যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীকে পেয়েছে ৭৪২০ ভোট। অপরদিকে চতুর্থ অবস্থানে থাকা আনোয়ার হোসেন বাহাদুর তালুকদার পেয়েছেন ১৬৯৫ ভোট। নির্বাচনে আনুষ্ঠানিক ঘোষণা শেষে মতিনের সমর্থকরা বকশীগঞ্জ উপজেলা চত্বর থেকে বাস স্ট্যান্ড মোড় পর্যন্ত আনন্দ মিছিল করেন।