মোঃ নাজিম উদ্দীন, চৌদ্দগ্রাম, কুমিল্লা
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ৩নং কালিকাপুর ইউনিয়নের - '২নং বদরপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থা' গরীব ও অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছেন।
এ উপলক্ষে সোমবার স্থানীয় মসজিদে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম শুরু করা হয়। পরে গ্রামের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে এলাকার স্থানীয় যুবকরা গরীব, অসহায় এবং কর্মহীন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী বিতরন করে।
অসহায় পরিবারের সদস্যরা প্রবাসীদের ভালোবাসার উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।যারা যারা এই মহান কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাই প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ২নং বদরপুর দক্ষিণ পাড়া প্রবাসী মানব কল্যাণ সংস্থার পরিচালকসহ অন্যান্য সদস্যরা।