মোঃ নাজিম উদ্দীন, চৌদ্দগ্রাম, কুমিল্লা
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন রবিবার সকাল ১১টার সময় ৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুজন মিয়া (৩২)কে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ)মোঃ মেহেদী হাসান, এএসআই হারুন, এএসআই নজরুল, এএসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ০৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে আমানগন্ডা শালুকিয়া কবরস্থান রোডের উপর খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ১২ টি পোটলায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার সহ সুজন মিয়া (৩২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সুজন মিয়া উপজেলার ০৬ নং ঘোলপাশা ইউনিয়নের তাজুল ইসলাম এর ছেলে। আসামী সুজন মিয়ার বিরুদ্ধে পূর্বের ০৩ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামী সুজন মিয়ার বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।