মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সকল সমবায় সমিতি আমানতকারীদের হাজার হাজার কোটি টাকা আত্যসাৎ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উদ্যোগে সোমবার সকাল ১০ টায় বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিভিন্ন সমবায় সমিতির হাজার হাজার গ্রাহক বিক্ষোভ মিছিল করে উপজেলা চত্বরে এসে মানববন্ধন করে। "অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সমিতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন,আমাদের দাবী একটাই জমাকৃত টাকা ফেরত চাই" বিভিন্ন স্লোগানে মুখরিত হয় মাদারগঞ্জের বালিজুড়ী বাজার থেকে উপজেলা চত্বর। পরে হাজার হাজার গ্রাহকদের উপস্থিতিতে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সহ সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহিদ রানা'র সঞ্চালনায় গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আমিন চাঁন, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ দৌলত জামান দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু, আইন বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন আয়না, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপ শ্রম বিষয়ক সম্পাদক রবিন চৌধুরী সহ বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকরা।
উল্লেখ্য যে, দীর্ঘদিন থেকে উপজেলার শতদল, আল আকাবা, নবদ্বীপ, সেবা সঞ্চয় সমবায় সমিতি সহ বিভিন্ন সমিতি আমানতকারীদের হাজার হাজার কোটি টাকা আত্নসাৎ করার প্রতিবাদে ও আমানতকারীদের টাকা ফেরত এর দাবীতে উপজেলা চত্বরে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর ব্যানারে মানববন্ধন করে বিভিন্ন সমিতির হাজার হাজার গ্রাহক।