মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরে মাদারগঞ্জ উপজেলার সকল সমবায় সমিতিতে আমানতকৃত প্রায় হাজার কোটি টাকা ফেরত এর দাবীতে মানববন্ধন করেছে শত শত গ্রাহক। মাদারগঞ্জের বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকদের আয়োজনে বুধবার বেলা ১১ টায় বিভিন্ন সমবায় সমিতির হাজার হাজার গ্রাহক উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
পরে গ্রাহকদের উপস্থিতিতে উপজেলা চত্বরে ৩ নং গুনারীতলা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন আয়না'র সভাপতিত্বে মানববন্ধনে গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত, জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আমিন চাঁন, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ দৌলত জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু সহ বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকরা।
পরে উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর নিকট গ্রাহকদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন জনতার নেতা জয়নাল আবেদীন আয়না, দৌলত জামান দুলাল ও রায়হান রহমতুল্ল্যাহ রিমুসহ কয়েকজন গ্রাহক। বক্তারা বলেন সমিতির সভাপতি ও সম্পাদকদের নিয়ে ও প্রশাসনকে সাথে নিয়ে আমরা বসবো এবং গ্রাহকরা টাকা গুলো যেন দ্রুত পায়, এ জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
উল্লেখ্য যে, দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি আমানতকারীদের প্রায় হাজার কোটি টাকা ফেরত না দিয়ে টালবাহানা করছে। এ হয়রানি বন্ধে এবং টাকা ফেরত পেতে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান ভুক্তভোগীরা।