মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বৃহঃস্পতিবার বাদ যোহর মিতালী বাজার বীরপাকেরদহ আহলে হাদীস জামে মসজিদে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বীরপাকেরদহ আহলে হাদীস জামে মসজিদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাজাদা বুলবুল। প্রধান অতিথি ছিলেন জামালপুর আশেক মাহমুদ কলেজ এর অবঃ প্রফেসর ডঃ জুবাইদুল ইসলাম।
প্রধান বক্তা আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ জামালপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ও জামালপুর সদর এর বেলটিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শাইখ কামরুজ্জামান বিন আব্দুল বারী।
২য় বক্তা বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ বগুড়া সাংগঠনিক জেলা শাখার সভাপতি শাইখ আল আমীন বিন সালেক। ৩য় বক্তা বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ জামালপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার সভাপতি শাইখ ঈসমাইল বিন আব্দুল গণি, ৫ম বক্তা বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ জামালপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মাওলানা মাসুদ বিন আব্দুল্লাহ, ৬ষ্ঠ বক্তা আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহেদ, ৭ম বক্তা বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ জামালপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ বিন ইনসান, ৮ম বক্তা বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ মাদারগঞ্জ উপজেলা শাখার মাওলানা ছফিউল্লাহ ও ৯ম বক্তা চরপাকেরদহ মাওলানা আবদুল ওয়াহেদ ঝুটিকা।
অনুষ্ঠান সঞ্চালনায় আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আবু আহমেদ ইউসুফ। অনুষ্ঠানে বক্তারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও ছহীহ হাদীসের আলোকে জীবন গড়ার আহ্বান জানান।