মোঃ হাফিজুর রহমান, মেলান্দহ
জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনি শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, মেলান্দহ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
সকাল ৮ টায় মেলান্দহ উমির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত,জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও ফানুস উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় শহীদদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুনুর রশিদ, মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার প্রমূখ।
প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস,গার্লস গাইড,স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরিশেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।