মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক এবং বীরমুক্তিযোদ্ধা পরিবারবর্গের আলোচনা ও সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নুরুন্নাহার মির্জা কাশেম অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মডেল থানার ওসি মাহমুদুল হাসান,বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহজাদা বুলবুল, আবু বক্কর সিদ্দিক,লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম তরফদার, নওজেস আলী, আমরা বীরমুক্তিযোদ্ধা সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ড এর সভাপতি প্রভাষক গোলাম জাকারিয়া প্রমূখ।
শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন, এরপর সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন ও বীরমুক্তিযোদ্ধাসহ পরিবারবর্গদের ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।