মোঃ এনামুল চৌধুরী, ফরিদপুর
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন অঞ্চলে অত্যাধিক শিলাবৃষ্টি এবং ঝড়ের কারণে প্রচুর পরিমাণে গাছপালা ভেঙ্গে পড়ে এবং অনেকগুলা কারেন্টের খাম্বা উপড়ে পড়ে গেছে সাথে অনেকের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এবং ঘরের চাল উড়িয়ে নিয়ে চলে গেছে।
এছাড়াও মাঠে থাকা কৃষকদের ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি সাধন হবে বলে জানান স্থানীয় কৃষকরা। তারা বলেন শিলাবৃষ্টির কারণে মাঠে যে পরিমাণ পেঁয়াজ আছে এগুলো অনেক ক্ষতি হবে কারণ শিলা বৃষ্টিতে পেঁয়াজ পচে যায় এই পেঁয়াজগুলো যদি এখন সংরক্ষণ করে রাখতে না পারি তাহলে আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে আর এই পেঁয়াজগুলো যদি এখন সংরক্ষণ করে রাখি তাহলে এগুলা পচে যাবে।এছাড়াও এলাকার গরিব মানুষের ঘরবাড়িন টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে আবার অনেকের ঘরের উপরে ভেঙে পড়েছে গাছ।
এছাড়াও উপজেলাতে ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি পড়ে হেলে যাওয়ায় বিদ্যুতের খুব সমস্যা দেখা দিচ্ছে। কিছু কিছু জায়গায় খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপজেলার কিছু কিছু অঞ্চল।