গোলাম রব্বানী, হরিপুর,ঠাকুরগাঁও
২৮ মার্চ সোমবার সকাল ১১ টায় হরিপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-০২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল। আরও উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, কৃষি অফিসার মোঃ রুবেল হোসেন, হরিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ মোঃ আসাদুজ্জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও মোতাহারা পারভীন সুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,সিনিয়র সহ-সভাপতি বাবু নগেন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম রিপন সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, শিক্ষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ, বিজিবির বিভিন্ন কোম্পানি কমান্ডারসহ আইন-শৃঙ্খলা কমিটির দপ্তর প্রধানগন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাসিক এ সভায় চোরাচালান, মাদক দ্রব্য, চুরি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, হরিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার সেবার মান উন্নয়ন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দ্রুত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
হরিপুর থানা অফিসার ইনচার্জ বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে,গরু, মটর-পাম্প চুরি রোধ ও মাদকের বিরুদ্ধে অভিযান চলছে ।
বিজিবি কমান্ডার বলেন,মাদক দ্রব্য চোরাচালান আগের থেকে কিছুটা বৃদ্ধি পেলেও আমরা টহল জোরদার করেছি। বর্তমানে রাস্তাঘাটের কিছুটা সমস্যা আছে।