রাহিন হোসেন রায়হান,বকশিগঞ্জ
জামালপুরের বকশীগঞ্জে নিজ সন্তানের হাতে থাকা দায়ের কোপে রাবেয়া খাতুন (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।
৩১ শে মার্চ (রবিবার) দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকা মালিরচর সরকার পাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী থেকে জানা যায়, মৃত হযরত আলী দানবের ছেলে জাহিদ(২৫) এই নির্মম পৈশাচিক ঘটনা ঘটায়।
মায়ের সাথে জাহিদের স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সেটা ঝগড়াঝাঁটিতে পৌঁছায় সে সময় জাহিদ উক্ত স্থানে দা দিয়ে কাজ করছিলো। বউ ও মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি দেখে রাগের মাথায় এক পর্যায়ে নিজের মায়ের উপর চড়াও হয়ে হাতে থাকা দা দিয়ে মাকে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। এক পর্যায়ে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার অবস্থা বেগতিক হয়ে পড়ে এবং রাস্তায় সে মারা যায়।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আহাদ খান জানান, আমরা খবরটি পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি। পুলিশ গিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে পাষণ্ড জাহিদকে গ্রেফতার করে। পরবর্তীতে একটি দা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরত হাল দেখে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।