আরাফাত হোসেন (কুমারখালি) কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের ২০২৩ - ২০২৪ অর্থ্ছরের এডিপির অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ১০ লক্ষ টাকার কম্পিউটার সেট, ব্যাট, বল, স্কুল ব্যাগ, টিফিন বক্স ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।